ঢাকাTuesday , 21 September 2021
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটের পাইকপাড়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ

Link Copied!

এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :  হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায গনেশপুর বাজারে ৪নং পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী শামীম উক্ত চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
ক্ষুধামুক্ত এক বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হয়ে থাকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় থাকা সুবিধাভোগীরা মাত্র ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল উপহার হিসেবে পেয়ে থাকবেন। উপজেলায় এমন সুবিধাভোগী রয়েছেন যাদের জন্য আজ থেকে চাল বিতরণ করা শুরু হয়েছে।

ছবি : চুনারুঘাটে পাইকপাড়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার চাল বিতরণ করা হয়েছে

আগামী ৪ মাস তারা প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবেন। কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি ডিলারের সাথে একজন করে অফিসার ট্যাগ করে দিয়েছেন বলে জানান স্থানীয় চেয়ারম্যান শামসুজ্জামান চৌধুরী শামীম।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় যেভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তাতে এই সোনার বাংলাদেশে কেউ ক্ষুধার্থ থাকবে না ইনশাআল্লাহ্।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার মুরব্বি ও ডিলার সোহাগ আহমেদ সহ উপকার ভোগীদের একাংশ।