ঢাকাSaturday , 6 June 2020
আজকের সর্বশেষ সবখবর

করোনা ভাইরাস প্রতিরোধে হোমিওপ্যাথিক মেডিসিন বিতরণ

Link Copied!

আবেদ আলী, চুনারুঘাট ।। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন, সিলেট এর উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে ইমিউনিটি বোস্টার হোমিও মেডিসিন (Ars Alb 30) ফ্রি বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেল ৩ ঘটিকায় স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান নিউ ভিশন কেজি এন্ড হাইস্কুলে মেডিসিন বিতরন করা হয়।

মানবিক টিম পুওর কেয়ার কুইক রেসপন্স টিম বাহুবল এ মেডিসিন বিতরনের আয়োজন করে।

মেডিসিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন এর সভাপতি ও জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডা: আবুল হাসান চৌধুরী ফারুক্কী, সাধারণ সম্পাদক ডা: এম এস আর জাহিদ, সাংগঠনিক সম্পাদক ডা: এম কে খান, যুগ্ন সাধারণ সম্পাদক ডা: আবুল হোসেন, ছাত্র পরিষদের আহব্বায়ক সাংবাদিক মুনশী ইকবাল, যুগ্ন আহব্বায়ক মোঃ জসিম উদ্দিন, জাফরুল আহমদ, সদস্য হাসানুল বান্না আল আমিন, আজিজুল হক, ইয়াছিন আরাফাত, আব্দুল মুমিন খোকন প্রমূখ।

আর্সেনিক এল্ব ৩০ করোভাইরাসের বিরুদ্ধে ইমিউনিটি বোস্টিং করতে সারা বাংলাদেশে বিতরণের অংশ হিসাবে বাহুবলে আজ বিতরণ করেন। এসোসিয়েশনের সভাপতি বলেন, আমরা জনস্বার্থে এ মেডিসিন বিতরণ করছি যাতে করোনা ভাইরাসের বিরুদ্ধে মানব দেহে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

মানবিক সংগঠন পুওর কেয়ার কুইক রেসপন্স টিমের কো-অর্ডিনেটর কাদির চৌধুরী বাবুলের সঞ্চালনায় এ মেডিসিন ফ্রি বিতরণ অনুষ্ঠানে যে সকল সদস্য উপস্থিত ছিলেন মিরপুর ইউপি মেম্বার ও পুওর কেয়ার কুইক রেসপন্স টিমের সদস্য শামীম আহমদ, সিদ্দিকুর রহমান মাসুম, টিপু সুলতান জাহাঙ্গীর, সত্যপ্রিয় দেব, মাসুক আহমদ, এম এ মজিদ তালুকদার, প্রভাষক মোঃ আইয়ূব আলী ও ভলেন্টিয়ার সদস্যবৃন্দ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বাহুবল প্রেসক্লাব সভাপতি সৈয়দ আব্দুল মান্নান, খাদিমুল কোরআন পরিষদের সভাপতি মাওলানা আজিজুর রহমান মানিক, জাপান প্রবাসী নাজির হোসাইন, প্রভাষক ডাঃ আব্দুল হাই ভূইয়া, নিউ ভিশন কেজি এন্ড হাইস্কুলের আন্যতম উদ্যোক্তা সদস্য, মামুন উর রশীদ, ল্যান্ড ওনার, মোঃ ফেরদৌস আহমেদ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সাংবাদিক ছাদিকুর রহমান প্রমূখ।

বাহুবল উপজেলার প্রায় ১৫শ মানুষের মাঝে এ মেডিসিন বিতরণ করার উদ্দেশ্যে জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন, সিলেটের নেতৃবৃন্দ স্থানীয় পুওর কেয়ার কুইক রেসপন্স টিমের হাতে মেডিসিন হস্তান্তর করেন।
পরবর্তীতে ডাক্তারগণ স্থানীয় কিছু রোগীর চিকিৎসাও প্রদান করেন।