ঢাকাWednesday , 8 March 2023
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Link Copied!

“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাধন-জেন্ডার বৈষম্য করবে নিরসন”স্লোগানকে সামনে রেখে আজমিরীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত।

আজমিরীগঞ্জে উপজেলা প্রশাসন আজমিরীগঞ্জ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যাগে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ পালিত হয়।

“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাধন-জেন্ডার বৈষম্য করবে নিরসন” স্লোগানকে প্রতিপাদ্য করে বুধবার (৮মার্চ) আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন প্রাঙ্গণে র‍্যালী এবং উপজেলা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিকের সভাপতিত্বে ও আজমিরীগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তা কোহেলিকা সরকারের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে সমাজে পিছিয়ে পড়া নারীদের কর্মক্ষেত্রেসহ বিভিন্ন সমাজগঠনমূলক কাজে এগিয়ে আসার জন্য সরকারের বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের সিদ্ধান্ত নেন এবং বিগত দিনে সরকারের নারীদের বিভিন্ন অধিকার বাস্তবায়নের চিত্র তুলে ধরেন।

উক্ত র‍্যালি এবং আলোচনা অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার,উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসন আজমিরীগঞ্জের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন শ্রেনী পেশার নারী।