ঢাকাTuesday , 16 March 2021
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন : এক ব্যক্তি জরিমানা

Link Copied!

দিলোয়ার হোসেন :  আজমিরীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভূমিখেকো কাউন্সিলর প্রদীপকে পঞ্চাশ হাজার  টাকা জরিমানা করা হয়েছে।
আজমিরীগঞ্জে প্রায় সময় প্রশাসনকে আড়াল করে  সরকারি খাস জমি অর্থাৎ কুশিয়ারা নদীর তীরে ভূমিদস্যুদের মাটি উত্তোলনের উৎসব চলতো।কখনো ট্রলি,বা ট্রাকে করে নিয়ে যেত মাটি।
মঙ্গলবার (১৬ই মার্চ)  ভূমিদস্যু আজমিরীগঞ্জ পৌরসভার কাউন্সিলর প্রদীপ কুমার রায়ের নেতৃত্বে সরকারি খাস জমি কুশিয়ারা নদী থেকে মাটি উত্তোলন করলে,বিষয়টি আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের নজরে আসে। প্রশাসন তৎক্ষনাৎ মোবাইল কোর্ট পরিচালনা করে।
 উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মতিউর রহমান খানের নেতৃত্বে মোবাইল কোর্টের পরিচালনা করা হয়।

ছবি : অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান

মোবাইল কোর্টের মাধ্যমে আজমিরীগঞ্জ পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের সমীপুর গ্রামের মৃতঃদ্বীনেশ চন্দ্র রায়ের পুত্র ভূমিখেকো প্রদীপ রায়কে বালুমহাল ও মাটি ব্যবস্থপনা আইন ২০১০ এর ১৫/১ অনুসারে ৫০,০০০/ হাজার টাকা জরিমানা করা হয়।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মতিউর রহমান খান জানান,অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।