ঢাকাWednesday , 5 February 2020
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্র মামলায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ইউপি চেয়ারম্যানের ১০ বছরের কারাদণ্ড

অনলাইন এডিটর
February 5, 2020 1:19 am
Link Copied!

ছবিঃ ২০১২ সালের ১৫ মার্চ র‌্যাব-৯ এর সদস্যদের তে আটক বুলবুল খানকে তার বাড়ি থেকে অস্ত্রসহ আটক।

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল খানকে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে হবিগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক শাহিদুল আমিন এ দণ্ডাদেশ প্রদান করেন।দণ্ডপ্রাপ্ত আসামি বুলবুল খান শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের সুরুক খানের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ১৫ মার্চ র‌্যাব-৯ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুলবুল খানকে তার বাড়ি থেকে অস্ত্রসহ আটক করেন। পরে র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।

পুলিশ মামলাটি তদন্ত করে একই বছরে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত রাষ্টপক্ষে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ মঙ্গলবার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আদালত পরিদর্শক কাজী কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।