নবীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বশির মাস্টার আর নেই - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 21 July 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বশির মাস্টার আর নেই

Link Copied!

 

মোফাজ্জল ইসলাম সজীব, নবীগঞ্জ : নবীগঞ্জ উপজেলার ৯ নং বাউসা ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, অবসরপ্রাপ্ত শিক্ষক, বাউসা গ্রামের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বশির আর নেই।

মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৫’ঘটিকার সময় সিলেট ডেলটা ক্লিনিকে তিনি পরলোক গমন করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৬৯) বছর। ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনী যখন বাংলার মানুষের উপর অত্যাচার চালায় সেই সময় ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে আব্দুল বশির মাস্টার মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন।

 

ছবি: মৃত: বীর মুক্তিযোদ্ধা আব্দুল বশির মাস্টার

 

পারিবারিক সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবত তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন।

আজ বিকাল ৩.৩০ ঘটিকায় নিজ বাড়িতে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা দানের পর বিকাল ৪ ঘটিকায় জানাজা অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।