লাখাই প্রতিনিধি : লাখাইয়ে সামাজিক দূরত্ব ! এ এক অন্য রকম লড়াই। বর্তমান সময়ে কোভিড-১৯ মহামারীতে সারা দেশেই প্রতিনিয়ত জ্যামেতিক হারে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যেই সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ শর্তে সারা দেশে সরকারি-বেসরকারী অফিস, মার্কেট-শপিংমল খুলে দেয়া হলে জনসাধারণ জীবন জীবিকার তাগিদে ঘর থেকে বের হলেও স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে আক্রান্তের হার।
অথচ বর্তমান পরিস্থিতিতে লাখাইয়ে সরেজমিনে দেখা যায় মহামারী করোনা ঝুঁকিতেও দ্বিধাহীন লাখাই উপজেলার ব্যবসায়ী, পরিবহন ব্যবস্থাসহ সর্বপরি আপামর জনসাধারণ। উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় কোথাও মানা হচ্ছে না যথাযথ সামাজিক দূরত্ব। সরকারি নির্দেশনা অমান্য করাই যেন হয়ে উঠেছে নিত্য দিনের রুটিন ওয়ার্ক।
ইতোমধ্যে লাখাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ হতে স্বাস্থ্যবিধি নিশ্চিতসহ বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বারবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেও কোন ভাবেই স্থানীয় বাজার ও গণপরিবহনে যথাযথ সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় লাখাইয়ের বুল্লা বাজার, কালাউক বাজার, বামৈ বাজার, কালাউক বাজার, লাখাই বাজার, মোড়াকরি বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ বিক্রেতারা কোন প্রকার সামাজিক দূরত্ব নিশ্চিত এবং হাত ধোয়ার ব্যবস্থা না রেখেই পরিচালনা করছে ব্যবসা বাণিজ্য। পাশাপাশি স্থানীয় জনসাধারণ ভিড় ঠেলে করছেন কেনাকাটা। আবার দেখা যাচ্ছে কেউ কেউ ঘুরছেন মাস্ক থুঁতনিতে লাগিয়ে। মহামারী কোভিড-১৯ ভাইরাস নামে কোন এক সংক্রামক রোগ জীবন কেড়ে নিচ্ছে তা লাখাইয়ের বাজার সমূহ দেখলে বোঝার উপায়ই নেই।
লাখাইয়ে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান ব্যবসায়ীরাও প্রশাসনের নির্দেশনা না মেনে রাস্তার উপরে দোকান খুলে সৃষ্টিকরছে জনদুর্ভোগের । যা লাখাইয়ের করোনা ঝুঁকি তীব্র থেকে তীব্রতর করছে।
এদিকে প্রশাসনের পরিবহনে স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা অমান্য করেই চলছে লাখাই-হবিগঞ্জ বাস সার্ভিস সহ সি.এন.জি সার্ভিস। বাস/সি.এন.জিতে সামাজিক দূরত্ব নিশ্চিতের কথা বলা থাকলে গাদাগাদি করে উঠানো হচ্ছে যাত্রী কিন্তু যাত্রীদেরও গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া।
ইতোমধ্যে পরিবহনে স্বাস্থ্যবিধি লঙ্গনের দায়ে গত শুক্রবার লাখাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং এর নেতৃত্বে একটি সিএনজিকে পাঁচশত টাকা ও একটি যাত্রীবাহী বাসকে এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। অথচ তারপরও লাখাইয়ে যেন পরিবহনে স্বাস্থ্য বিধি লঙ্গনের হিড়িক।
উপজেলা প্রশাসনের পক্ষ হতে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে যথাযথ স্বাস্থ বিধি মেনে চলার আহবান জানানো হচ্ছে এবং যাত্রীবাহী পরিবহনগুলো যত্রতত্র পার্কিং থেকে বিরত থেকে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশ প্রদান করা হচ্ছে।
এবিষয়ে জানতে ফোন করা হয় লাখাই উপজেলা নির্বাহী অফিসার নম্বরে তিনি “দৈনিক অামার হবিগঞ্জ” কে জানান, আমরা একাধিক বার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। কিন্তু কোন লাভ হয়নি। আমরা প্রয়োজনে জনগনের মধ্যে সচেতনতামূলক বিজ্ঞাপন, মাইকিং ও আবারো ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করবো। যাতে করে জনগন সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে।