শাখাওয়াত হোসেন প্রশাসনের লোকজন সাথে নিয়ে আবার কখনো একা ড্রাইভারকে নিয়ে মানুষকে সচেতন করার কাজ করছেন তিনি। হঠাৎ কেউ ফোন দিলে নিজেই সেই অসহায় মানুষের বাড়িতে খাবার পৌছে দিয়ে আসেন। রাজনৈতিক দল গুলোর পাশাপাশি, উপজেলা চেয়ারম্যান কে নিয়ে বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা চালিয়ে আসছেন তিনি।
শুধু তাই নয় উপজেলায় যখন করোনা ভাইরাস কে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে উঠে পড়ে লেগেছে ঠিক তখনই তিনি নিজেই উপজেলার প্রতিটা বাজারে বাজারে ঘুরেঘুরে দাম নিয়ন্ত্রণে আনতে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেছেন। হবিগঞ্জ সদর উপজেলার প্রতেকটা বাজারে বাজারে গিয়ে সচেতন করেন এবং সামাজিক দূরত্ব থাকার জন্য নির্দেশনা প্রদান করছেন। জরুরি সেবার জন্য তিনি সরকারি নাম্বারের পাশা পাশি তার ব্যক্তিগত নাম্বারটি খোলা রেখেছেন।
মো. শাখাওয়াত হোসেন রুবেল এক সাক্ষাৎকারে বলেন, আমরা হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জরুরী ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ যুক্ত হয়েছে করোনা মোকাবিলার কাজে এবং উপজেলা প্রশাসনের সাথে তারা সমন্বয় করে কাজ করে যাচ্ছেন।
তিনি জানান, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান স্যারের নির্দেশনায় সরকারি ত্রাণ প্রত্যেক ইউনিয়নে অসহায় পরিবারের তালিকা করে চেয়ারম্যানদেরকে সাথে নিয়ে আমি নিজে গিয়ে পৌঁছে দিচ্ছি। এবং যারা এই করোনার সময়ে গরীব অসহায় মানুষের এান অনিয়ম এবং আত্নসাৎ করেছে এবং তা প্রমানিত হয়েছে তাদের বিরুদ্বে উপযোক্ত ব্যবস্তা গ্রহন করেছি।
এছাড়াও যেসব অসহায় পরিবার লজ্জায় বলতে পারছে না, আমাকে অবগতে করলে তাদের তালিকা তৈরি করে গোপনে খাদ্যসামগ্রী পোঁছে দেবেন বলে জানিয়েছেন তিনি। তিনি সাবার উদ্দেশ্যে বলেন আসুন সরকারের আহ্বানে সাড়া দিয়ে দেশের স্বার্থে, পরিবার ও সমাজের স্বার্থে সবাই ঘরে থাকি, নিরাপদ এবং সুস্থ থাকি ।