হৃদয় খান, বানিয়াচং প্রতিনিধি :: বানিয়াচং এ আগাম বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে রাস্তা। প্রতিনিয়ত চলাফেরা করতে অনেক বাঁধার সমুখীন হচ্ছেন আমিরখানী গ্রামের সকল জন সাধারন। স্থানটি হচ্ছে আমিরখানী গ্রামের লস্কর বাড়িতে ঢুকবার এক রাস্তা।
উক্ত রাস্তায় পানি উঠার কারনে অনেক ভোগান্তিতে পড়ছেন স্থানীয় জনগন। লস্কর বাড়িতে ঢুকতে গেলেই অনেক জায়গা ঘুরে তবেই প্রবেশ করতে হয় বলে জানিয়েছেন এলাকার একজন গন্যমান্য মানুষ। তিনি আর ও বলেন এ ব্যাপারে আমরা এই রাস্তা দিয়ে চলাচলের জন্য বাঁশের সাকু দেওয়ার জন্য পরিকল্পনা করছি। পাশাপাশি প্রশাসনের নিকট রাস্তাটি আগামিতে উঁচু করার জন্য অনুরোধ করছি।