মোঃ মিটন মিয়া – মাধবপুর :: মাধবপুরে আজ (৪ জুলাই শনিবার) দুপুরে সাধারণ মানুষে বিভিন্ন পথ ব্যবহার করে বাজারে প্রবেশ করছে। ‘রেড জুনে’ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে খোলা হচ্ছে দোকান-পাট।
মাধবপুরে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই যাচ্ছে। তবুও মানুষ সচেতন হচ্ছে না। বাজারে আসা জন সাধারণদের মুখে নেই কেন মাস্ক, মানছেনা সামাজিক দুরুত্বও। অবাধে চলছে সাধারন মানুষ। উপজেলা প্রশাসন জনসচেতনতায় শক্তহাতে পদক্ষেপ নিলেও তা এড়িয়ে জমে উঠেছে জনসমাগম। ফলে করোনা দিনদিন (কোভিট-১৯) সংক্রামণ বেড়েই যাচ্ছে।
এ নিয়ে মাধবপুর উপজেলায় কোভিড১৯ আক্রান্তের সংখ্যা ১১৩ জন।