সদর উপজেলার সম্মেলন কক্ষে পুষ্টি সমন্বয় কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ জানুয়ারি) সকাল ১১ টার দিকে সূচনা এনজিও কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আক্তার,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সুধী সমাজ।
প্রধান অতিথির বক্তব্যে আয়েশা আক্তার বলেন,সুস্থ শরীরে বেঁচে থাকতে হলে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খেতে হবে। শুধুমাত্র যে দামি খাবারই যথাযথ পুষ্টি আছে এমন নয়, অনেক সময় স্বল্প দামের খাবারেও পর্যাপ্ত পুষ্টিগুণ থাকে।
স্বল্প দামের পর্যাপ্ত পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারগুলো সচেতনতার অভাবে আমরা কিনে খাই না। সেজন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবাই মিলে সমন্বয় করে কাজ করতে হবে।