আজমিরীগঞ্জে ভেজাল নারিকেল তেল বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 24 May 2022

আজমিরীগঞ্জে ভেজাল নারিকেল তেল বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

Link Copied!

আজমিরীগঞ্জ বাজারে নারিকেল তেলের বোতলে উৎপাদন ও মেয়াদের সিল না থাকায় ঝন্টু রায় নামের এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪মে) বিকেলে এ অভিযান চালানো হয়।

আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম ভোক্তা অধিকার আইনে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ঝন্টু রায়কে জরিমানার পাশাপাশি উক্ত নারিকেল তেলের বোতলগুলি (বুধবার) আগামীকালকের মধ্যে সংশ্লিষ্ট কোম্পানীকে ফেরত দিয়ে উপজেলা প্রশাসন বরাবর প্রতিবেদন দিতে আদেশ দেয়া হয়েছে।

আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম দৈনিক আমার হবিগঞ্জ কে জানান,ভোক্তা অধিকার নিশ্চিতে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যহত থাকবে।

আজমিরীগঞ্জ থানার এস,আই জয়ন্ত তালুকদার অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।

আজমিরীগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়