বাহুবলে চুরির অভিযোগে ২ নারী আটক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 24 March 2022
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে চুরির অভিযোগে ২ নারী আটক

এম এ রাজা
March 24, 2022 8:16 pm
Link Copied!

বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল চুরির অভিযোগে ২ নারীকে আটক করেছে জনতা। আটককৃত ওই ২ নারীর নাছিরনগর উপজেলার ধরমন্ডলে গ্রামের।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের একজনের নাম মর্জিনা ও অপরজনের নাম ফিরোজা।

দুইজন দীর্ঘদিন ধরে বাহুবলের মিরপুর বাজারে ভাড়া বাসায় বসবাস করে আসছে । এখান থেকে তারা উভয়ে যোগসাজশে মিরপুর, বাহুবল বাজার ও বিভিন্ন সরকারি অফিসে আগত লোকদের বিভিন্ন কৌশলে মোবাইল ,টাকা, স্বর্ণালঙ্কারসহ দামি জিনিসপত্র চুরি করে নিত।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১১টার সময় বাহুবল বাজারের কাপড় ব্যবসায়ী মামুন মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান চিকিৎসার জন্য।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোকজনের ভীড় বেশি থাকায় কৌশলে ব্যবসায়ীর পকেট থেকে মোবাইল ফোন চুরি করে নেয় দুই নারী।

বিষয়টি ব্যবসায়ী বুঝতে পেরে তাদের ধরে ফেলেন । পরে আশেপাশের লোকজনের জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করে ।