দিলোয়ার হোসেন : আজমিরীগঞ্জে কোনভাবেই বন্ধ হচ্ছে না অবৈধভাবে মাটি উত্তোলন ও বিপনন। কোন সময় ড্রেজার মেশিন দিয়ে ত কোন সময় এক্সভেটর মেশিন অবৈধভাবে ফসলী জমি কেটে মাটি ভরাট চলমান রয়েছে।
আজমিরীগঞ্জ প্রশাসন মাটি ব্যবসায়ীদের কয়েক ধফায় জেল জরিমানা করার পর ভূমিদস্যুরা নতুন পন্থায় ব্যবসা শুরু করছে।
এখন দিনের আলোতে নয় রাতের আধার এক্সাভেটর মেশিন দিয়ে ফসলী জমি কেটে মাটি বিক্রি শুরু হয়েছ।
সরজমিন ঘুরে দেখা যায় , আজমিরীগঞ্জ পৌরসভাধীন পাহারপুর রোডে একটি চক্র এক্সাভেটর মেশিন দিয়ে রাস্তার পাশে ফসলী জমি নষ্ট করে মাটি কাটছে।
রাতের আধারে মাটি কাটার ভিডিও দৈনিক আমার হবিগঞ্জ এর কাছে সংরক্ষিত আছে। এছাড়াও শিবপাশা রোডে আর একটি চক্র ফসলী জমি নষ্ট করে বিক্রির উদ্দেশ্য মাটি কাটছে।
রাতের বেলা খোলামেলা মাটি কাটলেও দিনের বেলা এক্সাভেটর মেশিন সহ ঐ চক্রটি আর যথাস্হানে থাকেনা। তাই প্রশাসনও তাদের চিহ্নিত করতে হিমশিম খাচ্ছে।
রাতের বেলায় মেশিন চলা অবস্থায় অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় আনতে সচেতন মহল মত প্রকাশ করেন।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমীর সাথে যোগাযোগ করলে তিনি দৈনিক আমার হবিগঞ্জকে বলেন,ইতিমধ্যে আমরা বালুখেকোদের বিরুদ্ধে কয়েকটা অভিযানের মাধ্যমে জেল জরিমানা দিয়েছি।
এই ব্যাপারটা দেখতেও আমি লোক নিয়োগ করে রেখেছি,যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে যথাযথ ব্যবস্হা গ্রহন করব।