নবীগঞ্জে রাতের আধারে ৩ টি মন্দিরে চুরি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 2 December 2021
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে রাতের আধারে ৩ টি মন্দিরে চুরি

অনলাইন এডিটর
December 2, 2021 3:32 pm
Link Copied!

ছবি : নবীগঞ্জে রাতের আধারে ৩ টি মন্দিরে চুরি সংঘটিত হয়েছে।

 

মোঃ হাসান চৌধুরী: নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের জন্তরি গ্রামে রাতের আধারে ৩ টি মন্দিরের তালা ভেঙে দুর্বৃত্তরা শত বছরের পুরনো পিতলের ৪টি মূর্তিসহপ্রায় তিন লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার ভোরে এই চুরির ঘটনাটি ঘটে। শ্রী শ্রী কানাইলাল জিউ আশ্রম মন্দির থেকে শত বছর পুরনো পিতলের ৪টি মূর্তি,১ ভরি স্বর্ণের অলংকার ও ২ ভরি রূপা,শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দির ও শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির থেকে পূজার কাছে ব্যবহৃত কাঁসার বাটি পিতলের ঘন্টা চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়,ভোরে আশ্রমের কয়েকজন ভক্ত প্রণাম করতে গেলে মন্দিরের তালা ভাঙা দেখতে পান। পরে বিষয়টি মন্দির পরিচালনার লোকজনকে জানানো হয়। পরে মন্দির পরিচালনার লোকজন মন্দিরে ঢুকে চুরির বিষয়টি নিশ্চিত হন।

ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

শ্রী শ্রী কানাইলাল জিউ আশ্রম মন্দিরের দায়িত্বরত নিহারেন্দু গোস্বামী ও পরিবারের লোকজন জানান,রাত অনুমানিক দুইটার পরে চোরেরা আশ্রমের দরজার তালা ভেঙ্গে এই চুরি করেছে। তারা শত বছর আগের পিতলের ৪ টি মূর্তি ও প্রতিমার শরীর থেকে ১ ভরি স্বর্ণের অলংকার, ২ ভরি ওজনের রূপাসহ পূজার ব্যবহৃত কাঁসার বাটি পিতলের ঘন্টা চুরি করে নিয়ে গেছে।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ জানান, মন্দিরে চুরির খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করি।

এই ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।