হৃদয় হাসান শিশির, বানিয়াচংঃ আসছে শীতকালে করোনার প্রকোপ বাড়ার সম্ভবনা রয়েছে। তাই করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেছে হ্যালো অক্সিজেন টিম বানিয়াচং।
শনিবার (১৩নভেম্বর) সকাল ১১ ঘটিকার সময় টিম লিডার নিশাত রহমানের নেতৃত্বে উক্ত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য সমাগ্রী বিতরণ করেন হ্যালো অক্সিজেন টিমের ভলান্টিয়াররা। এ সময় ছাত্র – ছাত্রীদের মাঝে বিভিন্ন সচেতনতা মুলক বক্তব্য প্রধান করেন তারা। পরে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন আক্তার খানমের কাছে বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী তুলে দেন হ্যালো অক্সিজেন টিমের টিম লিডার নিশাত রহমান ও ভলান্টিয়াররা।
এবিষয়ে হ্যালো অক্সিজেন টিমের, টিম লিডার নিশাত রহমান দৈনিক আমার হবিগঞ্জকে বলেন, প্রানঘাতী করোনা ভাইরাস আসার পর থেকেই আমরা সচেতনতা মুলক কাজ করে যাচ্ছি। গত কয়েক মাস আগে আমরা হ্যালে অক্সিজেন নামে টিম গঠন করি । যাতে করে বানিয়াচং এর মানুষ অক্সিজেন এর অভাবে না মরে। তাই আমরা প্রতিনিয়ত বানিয়াচং এর মানুষ কে অক্সিজেন এর সেবা দিয়ে যাচ্ছি।
আমরা করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রতিটা স্কুল কলেজে মাক্স বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি। এরই ধারাবাহিকতায় আজ আমরা বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে ছাত্র – ছাত্রীদের মাঝে মাক্স বিতরণ করেছি। এবং আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।