মাধবপুরে বেশি দামে সার বিক্রির অভিযোগ : বিপাকে কৃষক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 2 October 2021
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বেশি দামে সার বিক্রির অভিযোগ : বিপাকে কৃষক

Link Copied!

ইয়াছিন তন্ময় মাধবপুর :   হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের চাষি কদর আলি অভিযোগ করে বলেন  চৌমুহনী ইউনিয়নের  সারের ডিলার ও অন্যান্য সারের দোকান গুলোতে সরকারি নির্ধারিত দামের বাইরে টিএসপি, ইউরিয়া, এমওপি , ডিএপি র প্রতিকেজি সারে ৩ থেকে ৮ টাকা হারে বেশি দাম নিচ্ছেন।
কমলা নগর গ্রামের কৃষক মো হান্নান বলেন, শনিবারে তিনি ইউনিয়ন সারের ডিলার লালা ট্রেডার্স থেকে ইউরিয়া প্রতি কেজি সার ১৬ টাকার পরিবর্তে ২০ টাকা ও টিএসপি ২২ টাকার পরিবর্তে ২৮ টাকা দরে কিনতে হয়েছে।

ছবি : মাধবপুরে একটি সারের দোকানের দৃশ্য

চাষিদের অভিযোগ,ডিলার সহ সারের দোকানগুলোতে সার পর্যাপ্ত থাকলেও বিক্রেতারা সারের সংকট দেখিয়ে দাম বেশি রাখছেন। এতে তাদের উৎপাদন খরচ বহুগুন বেড়ে যাচ্ছে। দাম বেশি হওয়ায় চাহিদা মতো সার ক্রয় করতে পারছেন না তারা।
ফলে জমিতে সারের ঘাটতির কারণে উৎপাদন ব্যাহত হবার আশংকা রয়েছে।
সরেজমিনে গত রবিবার উপজেলার চৌমুহনী, ধর্মঘর, বহরা, শাহজাহানপুর সহ বেশ কয়েকটি ইউনিয়নে ঘুরে কৃষক ও সার বিক্রেতার সাথে আলাপ করে  বেশি দামে সার বিক্রির তথ্য পাওয়া গেছে।
চৌমুহনী ইউনিয়ন সারের ডিলার এর সত্বাধিকারী  সারের দাম বেশি নেয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, খুচরা পর্যায়ে সার দোকানিরা বেশি দামে সার বিক্রি করার কথা শুনেছি তবে আমার এখানে সরকারি রেটেই সার বিক্রি হচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাব ডিলারদের কাছে দোকানের মেম্যুর মাধ্যমে সার দেওয়া হলেও খুচরা পর্যায়ে সারের ক্রেতাদের কোনো মেম্যু দেওয়া হয় না।
চৌমুহনী এর উপ সহকারি কৃষি কর্মকর্তা সৈয়দ জাহিদুল হোসাইন বেশি দামে সার বিক্রির কথা স্বীকার করে বলেন, আসন্ন রবি মৌসুমে এ অঞ্চলে সারের চাহিদা বেশি থাকে সে তুলনায় সারের কিছুটা সংকট রয়েছে।
সে সুযোগে খুচরা সার বিক্রেতারা দাম কিছু বেশি রাখছেন বলে শুনেছি। তবে ডিলার সহ সার বিক্রেতাদের সরকারি মূল্যে সার বিক্রি সার্বক্ষণিক মনিটরিং করছি।
মাধবপুর উপজেলা কৃষি  কর্মকর্তা  আল মামুন হাসান এর সাথে মোবাইল ফোনে সার সংকট ও বেশি দামে সার বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সারের সংকট থাকার কথা নয়, মাঠপর্যায়ে আমাদের উপসহকারি কৃষিকর্মকর্তারা বিষয়টি মনিটরিং করছে।
কারো বিরুদ্ধে যদি বেশি দামে সার বিক্রির সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ সহ পাওয়া যায় তার বিরুদ্ধে বিধি অনুযাযী ব্যবস্থা গ্রহন করা হবে।