শহরের প্রধান সড়ক হালকা বৃষ্টিতেই পানি জমে একাকার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 28 September 2021
আজকের সর্বশেষ সবখবর

শহরের প্রধান সড়ক হালকা বৃষ্টিতেই পানি জমে একাকার

Link Copied!

খায়রুল ইসলাম সাব্বির ||  হবিগঞ্জ শহরের প্রধান সড়ক নির্মাণের জন্য  প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে শহরের কের্ট মসজিদের সম্মুখ রাস্তা থেকে চৌধুরী বাজার পর্যন্ত সড়ক নির্মাণ কাজ চলছে ধীরগতিতে। তবে কাজ নিয়ে কোন মাথা ব্যাথা নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের। কাজ চলছে ঠিকাদারের ইচ্ছে অনুযায়ী। ২০ মিনিটের বৃষ্টিতেই হাটু পানির নিচে শহরের প্রধান সড়ক। এই হালকা বৃষ্টিতে পানি জমে থাকার কারণে ভোগান্তিতে পড়েছেন শহরবাসী।
জানা যায়,  সড়ক নির্মাণে ধীরগতির কারণে সড়কগুলো বেহাল অবস্থায় পড়ে আছে। এতে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। কবে শেষ হবে শহরের প্রধান সড়কের কাজ একমাত্র ভাল বলতে পারেন ঠিকাদার। হবিগঞ্জ শহরে ব্যস্ততম রাস্তার অবস্থাই বেহাল। বেহাল রাস্তা দিয়ে চলাচলে সাধারণ মানুষকে দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হচ্ছিল। তাই শহরের প্রধান সড়ক  নির্মাণের দাবি ছিল শহরবাসীর । কচ্ছপ গতিতে কাজ চলছে ২০ মিনিট বৃষ্টি হলেই রাস্তায় হাটু পানি হয়ে যায়।

ছবি : হালকা বৃষ্টি হলেই শহরের প্রধান রাস্তায় জমে পানি একাকার ,চলাচলে ভোগান্তিতে শহরবাসী

শহরের একজন বাসিন্দা  জানান, ছোট-বড় গর্তের শহর আমাদের হবিগঞ্জ রাস্তা দিয়ে চলাচল করা মুশকিল। ২০ মিনিট একাধারে বৃষ্টি দিলে কোথায় গর্ত বুঝা বড় দায়। বাড়ছে দূর্ঘটনার সংখ্যা।  দীর্ঘ সময় পার হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি এখানও নির্মাণ কাজ শেষ করতে পারেনি। এতে আমরা সাধারণ মানুষ অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।
হবিগঞ্জ জেলা সড়ক বিভাগের অধীনে বরাদ্দ আসে ১০ কোটি টাকা কাজ শেষ হওয়ার কথা ছিল ২১ সালের জানুয়ারি মাসে। এখন চলছে সেপ্টেম্বর মাস। কাজের মেয়াদ উত্তীর্ণ হওয়ার সত্ত্বেও  বিভিন্ন অজুহাতে গড়িমসি করে ঠিকাদার প্রতিষ্ঠান। দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে শুরু হয় প্রধান রাস্তা কাজ। কাজের নেই কোন অগ্রগতি। দুইদিন কাজ হলে বন্ধ থাকে ৪ দিন।
বৃষ্টি হলেই সৃষ্টি হয় যানজট। রেহাই নেই সাধারণ জনগণের।রাস্তায় পানি নয় প্রায় সময় ঘটছে ছোটখাটো দূর্ঘটনা।