মাধবপুরে ভ্রাম্যমান আদালতের তিনটি মামলায় জরিমানা আদায় - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 29 July 2021
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ভ্রাম্যমান আদালতের তিনটি মামলায় জরিমানা আদায়

Link Copied!

পবিত্র দেব নাথ মাধবপুর প্রতিনিধিঃ– বৃহস্পতিবার (২৯জুলাই)  হবিগঞ্জের মাধবপুরে কঠোর ভাবে পালিত হচ্ছে লক ডাউন। ঢাকা সিলেট মহাসড়কে দূর পাল্লার কোন যানবাহন  চলাচল করতে দেখা যায়নি।
মহাসড়কের প্রবেশ মুখে বসানো হয়েছে পুলিশের চেক পোষ্ট।  ছোট ছোট কিছু যানবাহন চলাচল করছে। তাও সংখ্যায় খুব কম।সকাল থেকে  খুব একটা বের হতে দেখা যায়নি কিন্তু দুপুর হওয়া কাছাকাছি লোকজনের আগ্রমণ সকালের তুলনা একটু বেশী দেখা যায়  ।  নিত্য প্রয়োজনীয় দোকান গুলো শুধু খোলা রাখতে দেখা গেছে।

ছবি : অভিযান পরিচালনা করছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন

সরকারি নিদের্শ অমান্য করে ব্যবসা প্রতিষ্টান খোলা রাখা , অযথা ঘুরাফেরাও স্বাস্থ্যবিধি না মাধবপুর উপজেলা জগদীশপুর  ও নোয়াপাড়া বাজারে ৩টি  মামলা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার  দুপুরে  থেকে  উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন মাধবপুর  উপজেলা  জগদীশপুর  ও নোয়াপাড়া বাজারে   ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ০৩ টি মামলায় ১৪০০ টাকা জরিমানা করেন।