প্রদীপ দাশ সাগর।। ‘হবিগঞ্জে যেসব স্থানে পাওয়া যাবে ১০ টাকা কেজি দরের চাল’, যমুনা টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগরের এরকম স্টাটাসে হবিগঞ্জের সবাই আশার আলো দেখছেন।
প্রদীপ দাশ আরো লিখেছেন, খাদ্য মন্ত্রণালয় ওএমএস কার্যক্রমের আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছে। আগামীকাল থেকে প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে এক পরিবার থেকে ১ জন সপ্তাহে ১ বার সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারবেন। একই পরিবারের একাধিক ব্যক্তি চাল কিনতে পারবেন না। চাল কেনার সময় অবশ্যই নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখুন।হবিগঞ্জ শহরে নিম্নোক্ত ৫টি স্থানে এ চাল পাওয়া যাবে।
তিনি পোস্টের শেষে অনুরোধ করে বলেছেন যে, অনেকেই কষ্টে আছেন, তাই তথ্যটি শেয়ার করুন।