তারেক হাবিব : বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম-দুর্নীতি, কাজ না করে টাকা আত্মসাৎ, সরকারি টাকায় ব্যক্তিগত কাজে ব্যবহার, সরকারী অনুদান পরিবারের সদস্যদের মাঝে বন্টনসহ নানা দূর্নীতির ইত্যাদির অভিযোগ উঠেছে।
জানা গেছে, তিনি নির্বাচিত হবার পর থেকেই উপজেলা পরিষদের কর্মকান্ডে অনিয়ম ও দূর্নীতির আশ্রয় নিয়ে নানা অজুহাতে লাখ লাখ টাকা আত্মসাত করে আসছেন। কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করলেই তাকে মারধর ও চাকুরীচ্যুত করার হুমকি দেন। সৈয়দ খলিলুর রহমান বাহুবল উপজেলার সদর ইউনিয়নের লোহা খলা গ্রামের সৈয়দ এম মনির উদ্দিন পুত্র।
অনুসন্ধানে জানা যায়, কর্মজীবনের শুরুতে সৈয়দ খলিলুর রহমান ঢাকার একটি কোম্পানীতে সিকিউরিটি গার্ডের চাকরি করলেও এলাকার প্রচার করতেন তিনি পুলিশে চাকরি করেন। পরে দীর্ঘদিন ভবঘুরে জীবন কাটানোর পর একবার জাতীয় সংসদ নির্বাচন পরে ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার পদে এবং পরে দুইবার বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেও জয়লাভ করতে পারেননি খলিলুর রহমান। সর্বশেষ ৫ম বারের মত উপজেলার নির্বাচনে অংশ গ্রহন করে জয়লাভ করেন সৈয়দ খলিল।

ছবি : বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের এর ফাইল ছবি
এদিকে তার দূর্নীতি ও অপকর্ম আংশিক ভাবে প্রমাণিত হলে তার বিরুদ্ধে তদন্তে নামেন উপজেলা প্রশাসন। গত ১৭ ফেব্রুয়ারী বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিন্ধা তালুকদার স্বাক্ষরিত একটি পত্রে জানা যায়, সৈয়দ খলিল সরকারী নীতিমালা ভঙ্গ করে উপজেলার তহবিল থেকে পুত্রবধু সুরালিয়া রহমান স্বপ্নাকে সেলাই মেশিন, নাতনী তানিয়া নাজনিনকে বাইসাইকেল প্রদানসহ অনুদানের নামে করোনাকালীন সময়ে ৩ লাখ ৯০ হাজার টাকা আত্মসাত করেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বিষয়টিতে যথাযথ ব্যবস্থা গ্রহনের লক্ষে গত ২ মার্চ আরও একটি প্রতিবেদন দাখিল করেন।
এ ব্যাপারে অভিযুক্ত বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের সাথে যোগাযোগ করা তিনি বলেন, ‘আমার নামে এ রকম কোন অভিযোগ নাই, আমি সরকারী কোন সম্পত্তি আমার পরিবারের সদস্যদের মাঝে কখনোই কোন অনুদান বিতরণ করিনি।
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা ন্সিগ্ধা তালুকদার জানান, বিষয়টি আমাদের অফিসের অভ্যান্তরীন। এটা বাহিরে যাবার কথা নয়। কোন দূর্নীতি হয়ে থাকলে এ ব্যাপারে প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।