রায়হান উদ্দিন সুমন : “বানিয়াচংয়ে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালূ উত্তোলন, প্রশাসনের ভূমিকায় হতাশ এলাকাবাসী” গত মঙ্গলবার (৬এপ্রিল) দৈনিক “আমার হবিগঞ্জ”পত্রিকার অনলাইন ও প্রিন্ট ভার্সনে সংবাদটি প্রকাশের পর টনক নড়েছে উপজেলা প্রশাসনের। ওই দিন ই ঘটনাটি সরেজমিনে দেখে আসতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা ভূমি অফিসের সার্ভেয়ার তপন দেবকে সেখানে পাঠান তিনি।
সার্ভেয়ার তপন দেব ঘটনাস্থলে গিয়ে বালূ উঠানোর পাইপ,ড্রেজার মেশিন বসানো দেখতে পান এবকং বালু উঠানোর সত্যতা পান তিনি। এসময় সার্ভেয়ার তপন দেব ইউপি চেয়ারম্যানের সহযোগী মঈন উদ্দিন,তোফায়েলকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ওই এলাকায় মাটি এবং বালু উত্তোলন বন্ধ থাকবে বলে জানিয়ে দেন সার্ভেয়ার তপন দেব।

ছবি : বালু উত্তোলনের সংবাদ প্রকাশের পর সরেজমিনে গিয়ে সত্যতা পান সার্ভেয়ার তপন দেব
অন্যদিকে মার্কূলী নৌ ফাঁড়ির আইসি এসআই হাসনাতকে কেউ যাতে এখানে আর কোন ধরণের কর্মকান্ড না করে সেদিকে নজর রাখার জন্য বলে দেন তপন দেব। দৈনিক “আমার হবিগঞ্জের” কাছে এমনটা ই জানিয়েছে সার্ভেয়ার তপন দেব। তবে যার নেতৃত্বে বালু উত্তোলন করা হয়েছে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান সেখানে ছিলেন না। পরবর্তীতে সার্ভেয়ার ইউপি কার্যালয়ে এসে লুৎফুর রহমানের সাথে দেখা করার পর তিনি সার্ভেয়ার তপন দেবকে জানান,আমি বালু উত্তোলন করিনি। আর এটা আমার কাজও না।
প্রসঙ্গত, বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের মার্কুলি বাজারের পশ্চিমে হিলালনগর গ্রামের উত্তর পার্শ্বে কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে আসছে ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমানের নেতৃত্বে একটি প্রভাবশালী মহল। এই বালু উত্তোলনের ফলে আশেপাশের বসতবাড়ি, রাস্তাঘাটসহ হিলালনগর গ্রামের প্রায় ২৫০ পরিবার নদী ভাঙ্গনের শিকার হচ্ছেন। স্থানীয় প্রশাসন ও ভূমি অফিসের নজরদারি না থাকায় উপজেলার বিভিন্ন এলাকায় ড্রেজার দিয়ে মাটি ও বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে প্রভাবশালী মহল। এতে এলাকার ফসলি জমি নষ্টের পাশাপাশি ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ থাকলেও প্রভাবশালী ড্রেজার সিন্ডিকেটের ভয়ে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না।
সরেজমিনে গিয়ে দেখা যায়,৫নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুর রহমানের নেতৃত্বে তোফায়েল,মঈন উদ্দিন ও অমর রায় গংরা গত শনিবার স্থানীয় খাদ্য গুদামের সীমানা প্রাচীরের ভিতর ভরাট করার জন্য কুশিয়ারা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল এই লুৎফুর রহমান গংরা। এর ফলে আশেপাশের বিভিন্ন স্থাপনা ধসে যাচ্ছে এবং হুমকির মুখে পড়ছে পরিবেশ। এ নিয়ে দৈনিক “আমার হবিগঞ্জে” সংবাদ প্রকাশ হলে টনক নড়ে স্থানীয় প্রশাসনের । সংবাদ প্রকাশের পরপরই সার্ভেয়ার ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের বিষয়টি সত্যতা পেয়ে তাদের সকল কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ করে দিয়ে আসেন সার্ভেয়া তপন দেব।