স্টাফ রিপোর্টার || হবিগঞ্জ সদর থানার পুলিশের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানের চালনো হয় বিশেষ অভিযান, প্রতিদিন রাতে, সকালে আটক করা হয় বিভিন্ন মামলার, পলাতক, সাজাপ্রাপ্ত এবং দাগী আসামিদের।
এরই ধারাবাহিকতায় সোমবার (৫এ্রপ্রিল) দুপুরে হবিগঞ্জ সদর থানার এস আই আব্দুল রহিমের নেতৃত্ব শহরে অভিযান পরিচালনা করে লিটন লালা বণিক নামে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়।

ছবি : সাজাপ্রাপ্ত আসামি লিটন লালা বণিক
জানা যায়, শহরের রওশন রেজা এম্পায়ারের স্বর্ণ ব্যবসায়ী ঝলক জুয়েলার্সের মালিক লিটন বণিক চেক জালিয়াতি মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানে তাকে আটক করা হয়।
আটক লিটন লাল বণিক শহরের মতি লাল বণিকের পুত্র। তাকে আটক করে ৬ মাসে সাজাপ্রাপ্ত হওয়ায় আদালতে মাধ্যমে বিকেলে তাকে জেলা কারাগারের প্রেরণ করা হয়।