ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের রাস্তায় অবৈধভাবে জায়গা দখল করে ঘর নির্মাণ করায় জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ১ জন কে জরিমানা করা হয়েছে।
সোববার ( ০৫ এপ্রিল) বিকেলে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন।

ছবি : অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন।
এ সময় উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম তিমির পুর এলাকায় রাস্তায় অবৈধভাবে অবৈধভাবে জায়গা দখল করে ঘর নির্মাণ করায় জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে মৃত ঈমান আলীর পুত্র আনোয়ার মিয়া (৬৬) কে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুসারে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের জন্য রাস্তা উন্মুক্ত করে দেয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল।
বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন। তিনি বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে।