এফ এম খন্দকার মায়া,চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় কোভিড-১৯ প্রতিরোধে লকডাউনের প্রথম দিনে প্রচার অভিযান এবং ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (৫ এপ্রিল) সকাল ১১.০০ ঘটিকা থেকে বেলা ২.০০ ঘটিকা পর্যন্তন উক্ত প্রচারাভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সত্যজিত রায় দাশ, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং মিলটন চন্দ্র পাল, সহকারী কমিশনার (ভূমি), চুনারুঘাট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, চুনারুঘাট।এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন চম্পক দাম, অফিসার ইনচার্জ (তদন্ত)সহ চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।

ছবি : অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যজিৎ রায় দাশ
পৌরসভার বাজারসহ বিভিন্ন স্থানে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে প্রচারাভিযান ও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। মন্ত্রীপরিষদ কর্তৃক ৫ এপ্রিল ২০২১ তারিখ থেকে ১১ এপ্রিল ২০২১ খ্রি. পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়। লকডাউন চলাকালীন সময়ে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহিরে না আসা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য/সামগ্রীর দোকান এবং ফার্মেসী ছাড়া সকল ব্যবস্থা প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং সকলকে মাস্ক পরিধানসহ কঠোর স্বাস্থ্য বিধি মেনে দৈনন্দিন কার্যকলাপ পরিচালনা করতে উপজেলা প্রশাসন, চুনারুঘাট এর পক্ষ হতে সকলকে অনুরোধ করা হয়।
লকডাউনের প্রথম দিনে করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রচারাভিযানকালে স্বাস্থবিধি না মানায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন- ২০১৮ এর ২৫ (২) ধারায় ০৬টি মামলায় ২৫০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময়ে সকল কে সতর্ক ও সরকারি বিধি নিষেধ মেনে চলার অনুরোধ জানানো হয়