মুহিন শিপনঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। আজ সকাল ৬ টা থেকে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হলেও নানা অজুহাতে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে গণপরিবহন। স্বাস্থ্যবিধি না মেনে বহন করা হচ্ছে অতিরিক্ত যাত্রী।
সোমবার (৫এপ্রিল) বেলা ১১ টায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে হাইওয়ে পুলিশের সদস্যরা ডজন খানেক গাড়ি আটক করে।
আটক হওয়া লন্ডন এক্সপ্রেসের সুপারভাইজার জিল্লুর রহমান জানান, রবিবার বিকাল ৪ টায় কক্সবাজার থেকে ছেড়ে আসা গাড়িটি সকাল ৫ টায় সিলেটে পৌছানোর কথা থাকলেও যানজটে পড়ার কারনে দেরী হয়েছে।

ছবি : শায়েস্তাগঞ্জে লকডাউনেও অবাধে চলছে দুরপাল্লার গাড়ি
এসময় তিনি গাড়িটিকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। অন্য আরেকটি গাড়ির কন্ট্রাক্টরকে অতিরিক্ত যাত্রীর বহনের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানান, সবাইতো ঘরে ফিরতে চায়। কাউকে ফেলে আসাটা অমানবিক। একপর্যায়ে আটক হওয়া গাড়ির যাত্রীরা পুলিশ সদস্যদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়লে গাড়ি ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম জানান, আমরা সরকারি নির্দেশনা মোতাবেক গাড়িগুলো আটক করেছিলাম। পরবর্তীতে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় শুধুমাত্র যে গাড়ি গুলা রাতে যানযটের কারনে দেরী হয়েছে সে গুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে।