মুহিন শিপনঃ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শায়েস্তাগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক না থাকায় পথচারীসহ ১৩ জনকে ১ হাজার ৩ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩ এপ্রিল ) দুপুরের উপজেলার দাউদনগর বাজার, পুরান বাজার এবং দেউন্দি সড়ক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসফিকা হোসেন।

ছবি : শায়েস্তাগঞ্জে মাস্ক না পড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাসফিকা হোসেন জানান, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে।