ভার্টেক্স কোম্পানির বর্জ্য দ্বারা দূষিত হচ্ছে করাঙ্গী নদী
স্টাফ রিপোর্টার : যুগ যুগ ধরে করাঙ্গী নদী দু’কূলবর্তী এলাকাবাসীর কল্যাণে বয়ে চলেছে। দু’কূলবর্তী এলাকার মধ্যে ভাদেশ্বর ইউনিয়নের সফিয়াবাদ, চক্রামপুর, কাশিরামপুর, অলিপুর, সাহপুর, নিজগাঁও, ভাদেশ্বর সহ হাওর অঞ্চল অন্তর্গত। কৃষিকাজ, পানিসেচ, গোসল সহ বিভিন্ন সামাজিক কাজে জড়িত এই নদী।
ইদানীং বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের অন্তর্গত সফিয়াবাদ গ্রামে গড়ে উঠেছে ভার্টেক্স পেপার এন্ড বোর্ড মিল নামের একটি কোম্পানি। যার বিষাক্ত বর্জ্য প্রতিনিয়ত কোন প্রকার প্রক্রিয়াজাতকরণ ছাড়াই সরাসরি নদীতে ফেলা হচ্ছে। ফলে দুকূলবর্তী কৃষি জমি নষ্ট হচ্ছে। ইদানীং ছাত্র-ছাত্রী ও ছোট ছোট বাচ্চাদের ডায়রিয়া, আমাশয়, চর্ম রোগ সহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত লক্ষণীয় ভাবে বেড়ে চলেছে। হাঁস মুরগি, গরু ও পোষা প্রাণী রোগাক্রান্ত হয়ে মারা যাচ্ছে। দিনদিন এর পরিমাণ ক্রমশ বেড়েই চলেছে।
এর প্রতিবাদে “করাঙ্গী বয়’জ ক্লাব” নামের একটি সংগঠনের উদ্যোগে পানি দূষণকারী ভার্টেক্স কোম্পানির বিরুদ্ধে অনেকবার প্রতিবাদ সমাবেশ করেছে। এতেও বন্ধ হয়নি তাদের বর্জ্য ফেলা। দূষণ থেকে করাঙ্গী নদীকে রক্ষা করার জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
- প্রকাশিত :3 সপ্তাহ আগে মার্চ 22, 2021
- পোস্টের লেখক:ওয়েব এডিটর
- সর্বশেষ আপডেট মার্চ 22, 2021 @ 9:17 অপরাহ্ন
- ক্যাটাগরি বাহুবল
- Tagged With: দৈনিক আমার হবিগঞ্জ, ভার্টেক্স কোম্পানির বর্জ্য দ্বারা দূষিত হচ্ছে করাঙ্গী নদী, স্টাফ রিপোটার