বাহুবল প্রতিনিধি: বাহুবল উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। গুরুত্বর আহত অবস্থায় তাদেরকে বাহুবল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১মার্চ) সকাল ৬টার দিকে বাহুবল উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের মিরপুর বাজার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
তাৎক্ষনিক আহত ট্রাক চালক ও হেলপারদের নাম পরিচয় জানা যায়নি।

ছবি : দুর্ঘটনায় পতিত ট্রাক
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে পাথর বোঝাই একটি ট্রাক ও নারায়নগঞ্জ থেকে ছেড়ে আসা মাছ বোঝাই একটি ট্রাক বাহুবল উপজেলার মিরপুর বাজারের গ্যাস পাম্প সংলগ্ন রবিন ইটভাটার সামনে এসে পৌঁছলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাথর বোঝাই ট্রাকটি রাস্তায় উল্টে পড়ে যায়। এতে দুই ট্রাকের বেশ ক্ষতি হয়েছে। এতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। গুরুত্বর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।