পলাশ পাল : হবিগঞ্জ শহরের প্রায় সব এলাকায় বিদুৎ বিল বকেয়া আছে। মঙ্গলবার(২৩ফেব্রুয়ারি) বিদ্যুৎ অফিস মোবাইল কোর্ট পরিচালনা করেন। রামপুর বাগঝুর, উমেদনগর,এবং কোর্ট স্টেশন রোড,কালিবাড়ী রোড সহ বিভিন্ন জায়গায়, অবৈধ সংযোগ বিছিন্ন করা হয়। এর মধ্যে জুবেদা লাইফ কেয়ারে অবৈধ সংযোগ পাওয়া যায় তারা প্রায় ২ বছর যাবত বিদ্যুৎ বিল না দিয়ে অবৈধ সংযোগ লাগিয়ে রাখে। যুগ্ম ও দায়রা জজ আবদুল হালিম এই জুবেদা লাইফ কেয়ার কে সংযোগ বিছিন্ন করে মামলা প্রদান করেন।

ছবি : যুগ্ম ও দায়রা জজ আবদুল হালিম এর নেতৃত্বে চালানো হয় অবৈধ বিদ্যুৎ সংযোগ অভিযান
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মজিদ মিয়া ও সহকারী প্রকশলী কবির হোসেন, আনসার আলী উপ সহকারী প্রকশলী ইমাম হোসেন। এ সময় যুগ্ম ও দায়রা জজ আবদুল হালিম বলেন বকেয়া বিদ্যুৎ বিলের জন্য অবৈধ সংযোগ কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাই অবৈধ সংযোগ না দিয়ে সঠিকভাবে বিদ্যুৎ ব্যবহার করেন। বকেয়া ও অবৈধ সংযোগ বিচ্চিন্নর জন্য বিদ্যুৎ অফিসের লাইন কাটা চলমান থাকবে সবসময়।