জালাল উদ্দিন লস্কর, মাধবপুরঃ বাঘাসুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভা কক্ষে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের জন্য ঘর বরাদ্ধ প্রদানের লক্ষ্যে প্রকৃত ভূমিহীনদের তালিকা পুনঃযাচাই উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলায় সদ্য যোগদানকৃত ইউএনও ফাতেমা-তুজ-জোহরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যরঞ্জন রায় ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা নারায়ন চন্দ্র। পরিষদের সব ওয়ার্ডের মেম্বারগন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ইউএনও ফাতেমা-তুজ-জোহরা তার বক্তব্যে ভূমিহীনদের তালিকা প্রনয়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং এ নিয়ে যাতে কোনো প্রশ্ন না উঠে সেজন্য সতর্কতার সাথে কাজ করতে সংস্লিষ্টদের প্রতি আহবান জানান।
মতবিনিময় সভায় ৪৭ জন ভূমিহীনের তালিকা পুনরায় যাচাই করা হয় বলে তিনি জানান।