জালাল উদ্দিন লস্কর,মাধবপুরঃ মাধবপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সামাজিক কর্মকান্ডে(মাদক দ্রব্যের অপব্যবহার রোধ ও জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী কর্মকান্ডে) স্বেচ্ছাসেবামুলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে আজ এ প্রশিক্ষণ অনুষ্টানে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার(অতিরিক্ত দায়িত্ব) এজাজ মিয়া।জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক একেএম আব্দুল্লাহ ভুঞা প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হারুনুর রশীদ সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফ উল আলম,জামাল উদ্দিন প্রমুখ আজকের প্রশিক্ষণ অনুষ্টানে উপস্থিত ছিলেন।

ছবি : মাধবপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
প্রশিক্ষণে অংশ গ্রহন করেন ২৫ জন যুবক ও যুব মহিলা। জনপ্রতি ১০০ টাকা প্রশিক্ষণ ভাতা দেওয়ার বিষয়ে রাজু পাল নামের এক প্রশিক্ষনার্থী ক্ষোভ প্রকাশ করে জানান, এমন প্রশিক্ষণ জানলে খামাকা এতোদূর থেকে গাঁটের টাকা খরচ করে আসতাম না।