দৈনিক আমার হবিগঞ্জে সংবাদ প্রকাশের ১৮ ঘন্টা মধ্যে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসন এবং গ্রামবাসীর চাপে পরে শালিস বৈঠক করে উপজেলা সার্ভেয়ার নিয়ে এলাকাবাসীর উপস্থিতে রাস্তা দখল মুক্ত করে সমাধান দিয়েছেন চেয়ারম্যান সনজু।

ছবি : গ্রামবাসীকে নিয়ে রাস্তা উদ্ধার করে দিচ্ছেন চেয়ারম্যান সনজু
জানা যায়, চুনারুঘাট আহম্মাদাবাদ ইউনিয়নের বুয়েটের প্রতিষ্ঠাতা ভিসি ড. এম এ রশিদ এর গ্রামের রাস্তা দখল করে চেয়ারম্যান সনজুর সহযোগিতায় রাস্তাকেটে দেয়াল তৈরি করছেন একই গ্রামের আব্দুস জাহির মিয়ার মেয়ে এবং হবিগঞ্জের একটি পত্রিকার সম্পাদক আনিসুজ্জামান রতনের স্ত্রী তাজুন্নাহার রত্না ও তার বোন কামরুন্নাহার রেখা।
অন্যায় ভাবে রাস্তা এবং কবরস্থানের জায়গা দখল করে দেয়ার তৈরির কাজে বাঁধা না দিয়ে উল্টো নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার জন্য অনুমতি দিছেন চুনারুঘাট আহম্মাদাবাদ ইউনিয়নের কথিত চেয়ারম্যান সনজু চৌধুরী এরই ধারাবাহিকতায় উপায় না পেয়ে রাস্তা দখল মুক্ত করার জন্য চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসী।
রাস্তা কেটে দেয়াল নির্মান নিয়ে আমার হবিগঞ্জে একটি প্রতিবেদন আসলে চার দিক থেকে চাপে পড়ে স্বেচ্ছায় রাস্তার দখল মুক্ত করে দিয়েছেন চেয়ারম্যান সনজু।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান সনজু চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সার্ভেয়ার পাঠিয়েছেন এবং আমরা গ্রামবাসী মিলে উভয় পক্ষের রাস্তার সীমানা আমরা নির্ধারন করেছি এবং যে দখল ছিল সেটা আমরা মুক্ত করেছি বলে জানান তিনি।