এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় ভোটারের স্বস্তি প্রকাশ।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) চুনারুঘাটে মোট ১১টি সেন্টারে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে।চুনারুঘাট পৌরসভা আধুনিকায়নে কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য বেশ তোরজোরে চলছিল নির্বাচনী কার্যক্রম।
মেয়র,সংরক্ষিত নারী কাউন্সিলর ও কাউন্সিলর পদে চুড়ান্ত প্রার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চুনারুঘাট শহরের অলিগলি সর্বত্র চুষে বেরিয়েছেন প্রার্থীগণ। অবশেষে আজ সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইভিএম পদ্ধতিতে সমাপ্তি ঘটে ভোট গ্রহণ।
পরবর্তীতে ভোট গণনার কার্যক্রম শুরু হলে প্রার্থী ও হাজার হাজার শুভাকাঙ্ক্ষীদের ভীর জমে উপজেলা প্রশাসন প্রধান ফটকে।উপজেলা প্রশাসন কক্ষ থেকে জানান মোট ১০৮৬৩ ভোট কাস্টিং হয়, ত্যন্মধ্যে ২৪ ভোট বাতিল বলে গণ্য করে নির্বাচন কমিশন।
মেয়র পদে ৩, সংরক্ষিত ও কাউন্সিলর পদে মোট ৫২ জন প্রার্থী নির্বাচন করছেন।অতঃপর হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও চুনারুঘাট পৌরসভা সাধারণ নির্বাচন রিটার্নিং অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম ও উপজেলা নির্বাচন কমিশন দ্বিপক কুমার রায় সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তর প্রধান ও প্রার্থীগনের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন।
মেয়র পদে বিজয়ী হন নৌকা মনোনীত সাইফুল আলম রুবেল (প্রাপ্ত ভোট ৬৭৮২ ) নিকটতম প্রতিদন্ধী বর্তমান মেয়র নাজিম উদ্দিন সামছু (প্রাপ্ত ভোট পেয়েছেন ৩৫৭৫)সংরক্ষিত(১, ২,৩ নং ওয়ার্ডে) আনারস প্রতিকে (২২২৫ ভোট) বিজয়ী হয়েছেন নারী কাউন্সিলর মাশকুরা আক্তার পাবনা নিকটতম চশমা প্রতিকে (২১৬১ ভোট) দিপ্তী রানী দাশ, (৪,৫,৬ ওয়ার্ডে)অটোরিকশা প্রতিকে ১৩৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ফেরদৌস বকুল নিকটতম চশমা প্রতিকে ৭৮৯ভোট পেয়েছেন মনোয়ারা বেগম ও
(৭,৮,৯ নং ওয়ার্ডে)অটোরিকশা প্রতিকে ১১৬০ ভোটে বিজয়ী হয়েছেন শাহেনা বেগম নিকটতম চশমা প্রতিকে ১১০৪ মীর সুফিয়া আমীন বেবি এবং ১নং ওয়ার্ডে বিজয়ী পুরুষ কাউন্সিলর পানির বোতল ৭২৬ ভোট শামীম লস্কর নিকটতম।
উটপাখি ৪৭৪ ভোট তাজুল ইসলাম কাজল, ২নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতিকে ৭৬২ ভোটে বিজয়ী হয়েছেন আবদুল হান্নান নিকটতম উটপাখি ৬৭২ ভোটে ফারুক উদ্দিন, ৩নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতিকে ৪২৬ ভোটে
বিজয়ী হয়েছেন মারুফ চৌধুরী নিকটতম পানির বোতল ২৫৯ ভোটে মমিন আলী, ৪নং ওয়ার্ডে বিজয়ী পানির বোতল প্রতিকে ৫০৭ ভোটে অসিম কুমার দেব নিকটতম ডালিম প্রতিকে ৫০১ ভোটে সৈয়দ ইছাক, ৫নং ওয়ার্ডে বিজয়ী উটপাখি প্রতিকে ৩৩১ ভোটে আরজু মিয়া নিকটতম পাঞ্জাবি ২১৬ ভোটে তাজুল বাহার, ৬নং ওয়ার্ডে বিজয়ী পানির বোতল প্রতিকে ৪০২ ভোটে মর্তুজ আলী সর্দার নিকটতম পাঞ্জাবি ৩২০ ভোটে আমির আলী, ৭নং ওয়ার্ডে বিজয়ী পাঞ্জাবি ৩৪৯ভোটে প্রতিকে জালাল মিয়া নিকটতম গাজর প্রতিকে ১৬৮ ভোট হাজি দুলাল, ৮নং ওয়ার্ডে বিজয়ী উটপাখি প্রতিকে ৫৩১ভোটে আব্দুল হামিদ নিকটতম পানির বোতল ৫২০ ভোটে লাল মিয়া, ৯নং ওয়ার্ডে বিজয়ী উটপাখি প্রতিকে ৪২৯ ভোট ফরিদ মিয়া তালুকদার নিকটতম পানির বোতল ৪১১ ভোটে শাহজাহান চৌধুরী নাম ঘোষণা করেন।
ফলাফল ঘোষণার সাথে সাথে প্রার্থী ও সমর্থকদের মধ্যে আনন্দ ভিরাজ করে এবং আনন্দ মিছিলে শহর মুখরিত করে তুলে