শায়েস্তাগঞ্জে প্রতিনিধি : পুলিশের অভিযানে ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে । বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো – বানিয়াচংয়ের উজিরপুর গ্রামের এরাজ মিয়ার ছেলে নুর মোহাম্মদ ইলিয়াস (২২), মাধবপুরের বাখরনগরের মিজাজ মিয়ার ছেলে জাহির মিয়া (২০), শায়েস্তাগঞ্জ এর লেঞ্জাপাড়ার মৃত আব্দুস শহীদের ছেলে কাওসার মিয়া (২১), নাটোরের লালপুর থানার মুজিবুর রহমানের ছেলে লিটন আলী (২৫) ও গাজীপুরের শ্রীপুর থানার মৃত কালাচান ব্যাপারীর ছেলে জসিম মিয়া (২৮)।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।