চোর চক্রের দুই সদস্য হাতেনাতে ধরা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 9 February 2021
আজকের সর্বশেষ সবখবর

চোর চক্রের দুই সদস্য হাতেনাতে ধরা

অনলাইন এডিটর
February 9, 2021 4:30 pm
Link Copied!

ছবি : শহরে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য হাতেনাতে ধরা।

 

জি কে ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরে মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্যকে হাতেনাতে ধরে ফেলেন হবিগঞ্জ সদর থানার পুলিশ। গতকাল সোমবার রাত ৯টায় শহরের আধুনিক সদর হাসপাতালের সামনে মুক্তিযোদ্ধা সৃতিস্তম্ভের সামনের ফুটপাতের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন শহরের রাজনগর এলাকার বাসিন্দা ব্যবসায়ী আশরাফ উদ্দিন।

তার ব্যাবহৃত মোটরসাইকেল টি ছিল মেইন রোডের পার্শে সাইট করা অবস্থায়। আশরাফ কে দেখেই চলে আসেন তার পূর্ব পরিচিত বানিয়াচং উপজেলার নন্দী পাড়া গ্ৰামের দীন ইসলামের পুত্র সিএনজি অটো রিকশাচালক সজিব মিয়া (২৬) ও শহরতলীর বহুলা গ্ৰামের ছোবা মিয়ার পুত্র রিপন মিয়া (২৮) । তাদের সাথে কথাবার্তা, আড্ডার ফাঁকে সজিব ও রিপনের মোটরসাইকেল চুরির ফন্দি।

ঠিক পরিকল্পনা অনুযায়ী এক পর্যায়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় তারা। বন্ধুদের বিদায়ের কিছুক্ষন পরেই পিছন দিকে তাকান আশরাফ, পিছন দিকে তাকাতেই তার ব্যাবহৃত মোটরসাইকেল টি মূহুর্তের মধ্যেই উধাও! সাথে সাথে চলে যান আশরাফ পার্শবর্তী হবিগঞ্জ সদর মডেল থানায়।

অভিযোগ শুনে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাসুক আলীর নির্দেশে সাথে সাথে অভিযানে নেমে পড়েন, হবিগঞ্জ সদর থানার এস আই খোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ। চোরেরা মোটরসাইকেল টি শহরের চাঁদের হাসি হাসপাতালের সামন দিয়ে যাওয়ার সময় স্টার্ট বন্ধ হয়ে যায়, শত চেষ্টার পরেও ষ্টার্ট হচ্ছিল না।

পিছন থেকে চোর সজিব মিয়াকে মোটরসাইকেল সহ হাতে নাতে ধরে ফেলেন এস আই খোরশেদ আলম ও সাধারন জনতা। সাথে থাকা আরেক সঙ্গীয় চোর বহুলা গ্ৰামের ছোবা মিয়ার পুত্র রিপন মিয়া নিজেকে বাঁচানোর জন্য উত্তম মধ্যম দেওয়া শুরু করে দেয় সঙ্গীয় চোর সজিব মিয়াকে! এতে হতবাক সজিব মিয়া, ঘটে যায় আরেক কান্ড ফাঁস করে দেয় সব কিছু। সাথে গ্ৰেফতার করা হয় রিপন মিয়া কেও । পরে তাদের কে গ্ৰেফতার করে হবিগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাসুক আলীর সাথে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তাদের কে জিগ্যাসাবাদ করে আমরা চোর চক্রের সাথে জরিতদের ব্যাপারে আরো তথ্য পাব আশা করি।