লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলার মনতৈল গ্রামে ডুবার মধ্যে কচুরিপানার নিচ থেকে জুবাইল মিয়া (১৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে লাখাই থানা পুলিশ।
শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে হবিগঞ্জ লাখাই সড়কের মনতৈল নামক এলাকার একটি ডুবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জুবাইল মিয়া মনতৈল গ্রামের মোঃ আছকির মিয়ার পুত্র।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ৩১শে জানুয়ারী একটি মাহফিলের উদ্দেশ্য বের হয়েছিলো জুবাইল।
এ ব্যাপারে লাখাই থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে সুরতহাল তৈরির পর ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রির্পোট পেলে বিস্তারিত জানা যাবে।