তৌহিদ মোল্লা, লাখাই : লাখাই উপজেলা নির্বাহী অফিসার ও করোনা ভ্যাকসিন প্রধান কার্যক্রমের উপজেলা কমিটির সভাপতি লুসিকান্ত হাজং প্রথম টিকা নিবেন বলে আগ্রহ প্রকাশ করেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে কোভিড ১৯ ভ্যাকসিন প্রয়োগ ও ব্যবহার বিষয়ক এক প্রেস ব্রিফিংয়ে তিনি নিজেই এ ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, ১৫ টি ক্যাটাগরিতে প্রথম পর্যায়ে ভ্যাকসিন দেওয়া হবে। পরবর্তীতে সাধারণ মানুষকে ও ভ্যাকসিন এর আওতায় আনা হবে। তিনি বলেন, আমাদের দেশে যে টিকা এসেছে সেটি অত্যন্ত নিরাপদ। তাই গুজব না চলিয়ে এবং গুজবে কান না দিয়ে সবাইকে টিকা নিতে পরামর্শ দেন। সরকারের নীতিমালা অনুযায়ী করোনার সামনের সারির যুদ্ধাদের ৫৫ বছরের অধিক বয়স্ক ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে। যার জন্য সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
৭ ফেব্রুয়ারি থেকে করোনার টিকা কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে টিকা প্রয়োগের জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উপজেলাতে করোনা টিকা প্রয়োগের জন্য ১ টি টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে ২ জন ভ্যাকসিন ডোজার এবং ৪ জন স্বেচ্ছাসেবী থাকবে।সেই হিসাবে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি বুথ স্থাপন করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উপজেলা কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ আব্দুল কাদের বলেন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতিমধ্যে ৫১৩টি ভায়েল(বোতল) করোনা ভ্যাকসিন পৌঁছেছে।
প্রথমদিকে উপজেলাতে ৫১৩০ জন ব্যক্তিকে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। এই সময় উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ এডঃ আলী নেওয়াজ,বাহার উদ্দিন,মহসিন সাদেক,বিল্লাল আহমেদ,তৌহিদ মোল্লা,সুমন আহমেদ বিজয়, নিতেশ দাস,শাহীন মোল্লা।