শেখ সজীব হাসান : বানিয়াচংয়ে উপজেলা পর্যায়ে কর্মরত সকল কর্মকর্তাগনের সাথে মতবিনিময় সভা করেছেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান,এনডিসি। বুধবার (১৩জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করে বানিয়াচং উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান,এনডিসি। সভায় প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান এনডিসি বলেন- আমরা জনগণের কর্মচারী। জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। আমাদের সবাইকে যথাযথভাবে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। জনগনকে সঠিক সেবা দিতে হবে। আপনাদের সকল সমস্যার সমাধান ধীরে ধীরে করা হবে। সরকার আমাদের যে সুযোগ-সুবিধা দিয়েছেন আমাদের কাজের মাধ্যমে তার প্রতিদান দিতে হবে। সঠিক সময়ে অফিসে উপস্থিত থেকে পরিকল্পনা অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তাহলে বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন সেই সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।

ছবি : বানিয়াচংয়ে উপজেলা পর্যায়ে কর্মরত সকল কর্মকর্তাগনের সাথে মতবিনিময় সভা করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মো:কামরুল হাসান,উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,সহকারী কমিশনার ভূমি ইফফাত আরা জামান ঊর্মি,অফিসার ইনচার্জ এমরান হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এর আগে বানিয়াচং খান বাহাদুর উচ্চ বিদ্যালয়,৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন অফিসসহ বানিয়াচংয়ের দর্শনীয় স্থান পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি।