লাখাই প্রতিনিধি : লাখাইয়ে হাওরে মাছ চাষ, হাওর ব্যবস্থাপনা, মৎস্য নিরোধ ও সংরক্ষণ আইন বিষয়ক মৎস্যজীবীদের দুইদিন ব্যাপী ১ম দিনের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে মঙ্গলবার (১২,ই জানুয়ারি) সকালে কালাউক উচ্চ বিদ্যালয়ে
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লুসি কান্ত হাজং তিনি তার বক্তব্যে বলেন, দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের ৪ তম অবস্থানে এসব কিছুই সম্ভব হয়েছে মৎস্য চাষীদের অক্লান্ত পরিশ্রমের ফলে। সঠিক ভাবে হাওড়ে মাছ চাষ পদ্ধতি, মৎস্য নিরোধ ও সংরক্ষণ আইন মনে চলার আহ্বান জানান তিনি। প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ ইদ্রিস তালুকদার ও সহকারী মৎস্য অফিসার মোঃ বোরহান উদ্দিন।
প্রশিক্ষণ কর্মশালায় ৩৫ জন মৎস্যজীবী অংশগ্রহণ করছেন।