স্টাফ রিপোর্টার || হবিগঞ্জ দি রোজেস কালেক্টরেট স্কুলের একাডেমিক ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১০ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়। সম্প্রসারণ ভবনটি উদ্বোধন করেন জেলা প্রশাসক, মোহাম্মদ কামরুল হাসান। জানা যায়, অবকাঠামোগত উন্নয়ন ছাড়াও স্কুলটির শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে যার প্রতিফলন ছাত্র-ছাত্রীদের পাঠদানে অচিরেই পরিলক্ষিত হবে।

ছবি : হবিগঞ্জ দি রোজেস কালেক্টরেট স্কুলের একাডেমিক ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধন করছেন জেলা প্রশাসক কামরুল হাসান
শুধু তাই নয় দি রোজেস স্কুলকে কালেক্টরেট স্কুলে রূপান্তর এর পর থেকেই স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এর পরিকল্পনা গ্রহণ করেন জেলা প্রশাসক। এমনকি দি রোজেস কালেক্টরেট স্কুলের উন্নয়নের জন্য স্কুলটির সফল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সাথে যোগাযোগপূর্বক একটি বিশেষ সভার আহবান করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান । এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বিজেন ব্যানার্জী, হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, উপস্থিত ছিলেন ইসমত আরা বেগম, অধ্যক্ষ, দি রোজেস কালেক্টরেট স্কুলের সকল শিক্ষকবৃন্দ সহ আরো অনেকেই। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে একাডেমিক ভবন সম্প্রসারণ কাজের জন্য ২ লক্ষ টাকা অনুদান প্রদান করেন হবিগঞ্জ পৌরসভার মেয়ার মোঃ মিজানুর রহমান।