এম.এ.রাজা ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তাধারা ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়া, এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ জেলায় শুরু হয়েছে ভিক্ষুকদের কর্মসংস্থানের লক্ষ্যে তাদের মধ্যে নগদ অর্থ সহ বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ।
হবিগঞ্জ জেলা জুড়ে ভিক্ষুদের মধ্যে যাচাই-বাছাই করে ৫’শত ৮০ জন ভিক্ষুককে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।
আজ ৭ই জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ টার সময় হবিগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে প্রথম দফায় ৭৬ জন ভিক্ষুদের মধ্যে উপকরণ গুলো বিতরণ করা হয়। ৪ জনকে সেলাই মেশিন, ৪৬ জন এর মধ্যে সাড়ে ৫শত ৫০টি দেশী মোরগী,২৩ জনকে দোকানের মালামাল, ৩জন দুধবিক্রেতাকে নগদ অর্থ ,সহ প্রায় সবাইকেই ২ থেকে ৩ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
হবিগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, সভাপতিত্ব করেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহি অফিসার সাখাওয়াত হোসেন রুবেল, অনুষ্ঠানটি পরিচালনা করেন হবিগঞ্জ সদর উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম। এ সময় বক্তারা বলেন ভিক্ষুকদের উদ্দেশ্যে আপনারা প্রধানমন্ত্রীর সহযোগিতায় নিজেরা আত্মনির্ভরশীল হন ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়ুন।