মুহিন শিপন: শায়েস্তাগঞ্জে ৪ বেকারীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৭জানুয়ারি) দুপুরে দাউদনগর বাজার ও পুরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, খাদ্যে ক্ষতিকর দ্রব্যের মিশ্রণ, প্যাকেটের গায়ে মূল্য ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং বিএসটিআইয়ের অনুমোদন না থাকার অভিযোগে বাগুনীপাড়ার নিউ সুপার ফুড গার্ডেন কে ১০ হাজার, দাউদনগর বাজারের সুমাইয়া বেকারীকে ১৫ হাজার, মহলুলসুনামের গাউসেপাক বেকারিকে ১৫ হাজার এবং শায়েস্তাগঞ্জ পুরান বাজারের আউলিয়া বেকারিকে ৫ হাজার টাকাসহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ছবি : শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম জানান, প্রত্যেককেই সতর্কতামুলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন এস আই হামিদুর রহমানের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি টিম।