পবিএ দেব নাথ মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর, আলা দাউদপুৱ, এনায়েত পুর, গোবিন্দপুর, কুটানিয়া ও দীঘির পাড় সহ ১০ গ্রামের কয়েক হাজার মানুষ এই ব্রিজ দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করেন। তাই দ্রুত এর কার্যকরী পদক্ষেপ না নিলে যে কোনো মুহূর্তে মরণফাঁদ নামের এই ব্রিজ পারাপারে জীবননাশের আশঙ্কা স্থানীয়দের।

ছবি : মাধবপুরে এই ব্রিজটি মরণফাঁদে পরিণত হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা এলাকাবাসীর
জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার হচ্ছে মাধবপুর উপজেলার রাজাপুর এনায়েতপুর সহ ১০ গ্রামের হাজার হাজার মানুষ। বিগত ১০ মাস আগে জনৈক ঠিকাদার ঢেকু পারাপার করতে গিয়ে মনতলা ( বহরা)-এনায়েতপুর সড়কের ব্রিজের রেলিং ভেঙে যায়। এতে পথচারীদের চলাচলে ব্রিজটি মরণফাঁদে পরিণত হয়েছে । ওই ঠিকাদার পরবর্তীতে ব্রিজটি মেরামত করে দিবেন বলে শান্ত্বনার মুলা ঝুলিয়ে রেখেছে দীর্ঘদিন ধরে।
প্রয়োজনের তাগিদে বাধ্য হয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ভাঙ্গা ব্রিজ দিয়েই অগনিত টমটম, সিএনজি, বাইক ও রিক্সা চলাচল করতে হয় অন্তত ১০ গ্রামের কয়েক হাজার মানুষকে।
রেলিংবিহীন ব্রিজে ছোট ছেলে-মেয়েকে স্কুলে পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা। দিনের বেলা যাতায়াত করা গেলেও রাতের অন্ধকারে চলতে ভয়ে বুকটা আঁৎকে ওঠে। মরনফাদে পরিনত হওয়া ব্রিজটি দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর।