সাইফুর রাব্বি, চুনারুঘাটঃ চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউপির পীরের গাঁও গ্রামে হাজারো মানুষের উপস্থিতিতে ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৬ জানুয়ারী) বিকেলে পীরের গাঁও গ্রামে ঘোড়ার দৌড় প্রতিযোগিতাটিতে প্রধান অতিথি ও প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং মিরাশি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন আলী রাজন ছাড়াও আরো অনেকে।

ছবি : চুনারুঘাটের পীরেরগাঁও গ্রামে ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় অনুষ্ঠিত হয়েছে
ঘোড়ার দৌড় প্রতিযোগিতাতে চুনারুঘাট সহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দর্শকের ভিড় জমে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিজয়ীদের পুরস্কার তুলে দেন।