স্টাফ রিপোর্টার : বাহুবলে প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নে অনিয়মের সত্যতা প্রমাণিত হওয়ায় ২০ জন সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। ইতোমধ্যে হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দেবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে তার বেতন-ভাতা। প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসক) মো. আতাউর রহমান স্বাক্ষরিত এ আদেশ প্রদান করা হয়।
অভিযুক্ত শিক্ষকরা হলেন– আলিয়াপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ নার্গিস আক্তার, রাউদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. জলি বেগম, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমাতুল কিবরিয়া চৌধুরী, ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. ইমরানা আক্তার, পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. জান্নাতুল ফেরদৌস, জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাকী আক্তার শিউলী, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. রুনা আক্তার, হাফিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্পনা রানী চক্রবর্তী, ভেড়াখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রীপা রানী আচার্য্য, করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজুল ইসলাম, ভূগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হক, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সত্যব্রত পাল, মিরপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেনা দেব, গাংধার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়েশা খাতুন, দওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোমা ভট্টাচার্য্য, শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ চন্দ্রপাল, তগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতিভা রানী ঘোষ, নিজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরিমল চন্দ্র দেব, দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিজা আক্তার।
ওই পত্রে অভিযুক্ত শিক্ষকদের পরবর্তী সব পরীক্ষায় পরীক্ষক,নিরীক্ষক ও প্রধান পরীক্ষকের দায়িত্ব হতে বিরত থাকার কথাও বলা হয়েছে।