শায়েস্তাগঞ্জ পৌরসভার ভোটগ্রহণে ইভিএম - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 15 December 2020
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জ পৌরসভার ভোটগ্রহণে ইভিএম

অনলাইন এডিটর
December 15, 2020 4:14 pm
Link Copied!

ছবি: ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)

 

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জে আগামী ২৮ ডিসেম্বর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথমবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেবেন পৌরসভার ভোটাররা। কিন্তু ইভিএমে কীভাবে ভোট দিতে হবে তা অনেকেই জানেন না।

এ বিষয়টি নিয়ে অনেকেই কৌত‚হলে রয়েছেন। এর কারণ হিসেবে তারা বলছেন, আগে তারা ইভিএমে ভোট দেননি। আবার ভোট কত শতাংশ কাস্ট হবে তা নিয়েও সংশয় দেখা দিয়েছে প্রার্থীদের মাঝে। নির্বাচনের বাকি মাত্র ১৪ দিন। কিন্তু এখন পর্যন্ত ইভিএমে ভোট কীভাবে দিতে হয়, সে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়নি ভোটারদের। অনেক ভোটার ভোট দিতে পারবেন কি-না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। পৌর এলাকার উবাহাটা গ্রামের তরুণ ভোটার মোরশেদ আহমেদ বলেন, ‘কীভাবে ইভিএমে ভোট দিতে হয় তা তো জানি না। কোনো প্রশিক্ষণ না দিলে কীভাবে ভোট দেব।’ পৌর এলাকার মহলুলসুনাম গ্রামের শেখ ই আর ইকবাল বলেন, ‘অনলাইনে দেখে শেখার চেষ্টা করছি ইভিএমে কীভাবে ভোট দিতে হয়। একটা বিষয় বুঝতে পেরেছি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। জাল ভোট দেয়ার কোনো সুযোগ নেই ইভিএমে।’

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘ইভিএমের মাধ্যমে ভোট প্রদান একটি শতভাগ নির্ভুল পদ্ধতি। এখানে ভোট কারচুপির কোনো সুযোগ নেই।’

এদিকে, শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপির মেয়র প্রার্থীসহ ৬জন মেয়র, ৩৫ জন কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রয়েছেন।