নুরুজ্জামান মানিক : ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকবাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার-আলবদররা অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। অবশ্য, ২৫ মার্চ ১৯৭১ কাল রাতেই শুরু হয় বুদ্ধিজীবীদের নিধন এবং তা চলে যুদ্ধের পুরো নয় মাস জুড়ে। এমনকি ৭১ সালের ১৬ই ডিসেম্বরে বিজয় লাভের পরেও বুদ্ধিজীবীদের নিধন অব্যাহত থাকে। দৃষ্টান্তস্বরূপ ড. মনসুর আলী (ডিসেম্বর ২১, ১৯৭১) চলচ্চিত্রকার জহির রায়হান (নিখোঁজ হন ৩০ জানুয়ারি ১৯৭২) এবং সাংবাদিক গোলাম রহমান (হত্যা জানুয়ারি ১১, ১৯৭২)। কিন্তু যেহেতু ১৪ই ডিসেম্বরে সবচেয়ে বেশি বুদ্ধিজীবী নিধন করা হয়েছিল এবং তা অত্যন্ত পরিকল্পিতভাবে। তাই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমেদ (৩ নভেম্বর ১৯৭৫, জেলে হত্যাকাÐের শিকার) এইদিনকে “শহীদ বুদ্ধিজীবী দিবস” ঘোষণা করেন।
৪৯ বছর পার হয়ে গেলেও ঠিক কতজন বুদ্ধিজীবী নিধন করা হয়েছিল তা এখনও আমাদের অজানা। বাংলা একাডেমী কর্তৃক প্রকাশিত “শহীদ বুদ্ধিজীবী কোষগ্রন্থ (১৯৯৪) থেকে জানা যায় ২৩২ জনের কথা।
কিন্তু এটি যে অসম্পূর্ণ তা ঐ গ্রন্থেই স্বীকার করা হয়েছে। ৪৯ বছর পার হয়ে গেলেও আজ পর্যন্ত
বুদ্ধিজীবীদের নিধনের প্রকৃতি, পরিধি, রহস্য ও অপরাধীদের চিহ্নিতকল্পে কোনও সরকারি তদন্ত হয়নি। ১৯৭১ সালের ডিসেম্বরের ১৮, (মতান্তরে ২৯) তারিখে বেসরকারিভাবে গঠিত “বুদ্ধিজীবী নিধন তদন্ত কমিশন”-এর রিপোর্ট ও আলোর মুখ দেখেনি। উল্লেখ্য, ওই কমিশনের আহŸায়ক ছিলেন চলচ্চিত্রকার জহির রায়হান যিনি নিখোঁজ হন ৩০ জানুয়ারি ১৯৭২ সালে। প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ একটি তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নেন ১৯৭১ সালের ৩১ ডিসেম্বর। কিন্তু, তার সিদ্ধান্ত কার্যকর হয়নি। ‘দৈনিক আজাদ্ পত্রিকায় ১৯৭১ সালের ২৭ ডিসেম্বর তারিখে লেখা হয়েছিল: ‘’পাকিস্তানী হানাদার বাহিনীর গণহত্যার সাহায্যকারী দলগুলির মধ্যে জামাতে ইসলামীর ভ‚মিকা ছিল সবচেয়ে ঘৃণ্য ও জঘন্য। মওদুদী-গোলাম আযম-আবদুর রহীমের নেতৃত্বে পরিচালিত জামাতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতার শুধু ঘোর বিরোধিতাই করেনি- লক্ষ লক্ষ বাঙালীকে পাইকারীভাবে হত্যা করার কাজে সক্রিয় সহযোগিতাও করেছে।
‘এরাই আর একটা সপ্তাহ গেলেই ওরা বাঙালি বুদ্ধিজীবীদের সবাইকেই মেরে ফেলত। এদের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল ইসলামী ছাত্র সংঘ (বর্তমান ছাত্র শিবির)।’’
একাধিক সূত্রে জানা যায়, পাকবাহিনী ও জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ক্যাডার গ্রæপ বুদ্ধিজীবী
নিধনযজ্ঞের হোতা। আল বদর বাহিনীর যে দুজন জল্লাদের নাম জানা গেছে তারা হলও: চৌধুরী মাঈনুদ্দিন ও আশরাফুজ্জামান। তালিকা প্রণয়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও হাত রয়েছে বলে জানা গেছে। “বুদ্ধিজীবী নিধন তদন্ত কমিশন ১৯৭১” প্রফেসর ড. সৈয়দ সাজ্জাদ হোসায়েন কর্তৃক প্রণীত একটি দলিল পায় বলে জানা যায়। কিছু সূত্রমতে, তালিকা প্রণয়নে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র ভ‚মিকা রয়েছে বলে জানা যায়। বুদ্ধিজীবী হত্যায় যারা ঘৃণ্য ভ‚মিকা রাখে তাদের মধ্যে রয়েছে যুদ্ধাপরাধী পাকিস্তানি অফিসার ব্রিগেডিয়ার রাজা, ব্রিগেডিয়ার আসলাম, ব্রিগেডিয়ার বশির, ব্রিগেডিয়ার শরীফ, ক্যাপ্টেন তারেক, কর্নেল তাজ, কর্নেল তাহের, ভিসি প্রফেসর ড. সাজ্জাদ হোসায়েন, ড. মোহর আলী, আল বদরের এবিএম খালেক মজুমদার, আশরাফুজ্জামান ও চৌধুরী মাঈনুদ্দিন। এদের নেতৃত্ব দেয় মেজর জেনারেল রাও ফরমান আলী।
৩রা নভেম্বর, ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, চৌধুরী মাঈনুদ্দিন এবং আশরাফুজ্জামান খানকে ১৯৭১ সালের ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ১৮ জন বুদ্ধিজীবীকে অপহরণের পর হত্যার দায়ে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তার বিরুদ্ধে আনা ১১টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। চৌধুরী মুঈনুদ্দীন গত কয়েক দশক ধরেই বৃটেনে এবং আশরাফুজ্জামান খান যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। অবিলম্বে তাদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা হবে এটাই আমাদের প্রত্যাশা। আশার কথা হলো, স¤প্রতি শহীদ বুদ্ধিজীবীদের তালিকা করতে গবেষক, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে একটি যাচাই-বাছাই কমিটি করেছে সরকার।