স্টাফ রিপোর্টার ।। ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে “কমান্ড্যান্ট মানিক চৌধুরী মুক্তিযুদ্ধ জাদুঘর ও পাঠাগার, হবিগঞ্জ” কর্তৃক আয়োজিত কর্মসূচীতে, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি’তে পুষ্পস্তবক অর্পণে মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের অনেক সদস্য অংশ নেন।

ছবি: বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি’তে পুষ্পস্তবক অর্পণ করেন সাবেক সংরক্ষিত মহিলা সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও পৌর মেয়র মিজানুর রহমান মিজান।
এটা ছিল ভিন্ন মাত্রার, আন্তরিকতায় ভরপুর একটি আয়োজন। পুষ্পস্তবক অর্পণে সাবেক সংরক্ষিত মহিলা সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এবং নেত্রীবৃন্দের সাথে, একপর্যায়ে পৌর মেয়র মিজানুর রহমান মিজানও এসে যোগদান করেন ।
উপস্থিত সবাই জাতির জনকের প্রতি তাদের শ্রদ্ধা ও অফুরন্ত ভালবাসা গভীর অনুভবে নিবেদন করেন।