ঢাকাTuesday , 2 April 2024
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে আইসিডিডিআরবি’র আয়োজনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

হবিগঞ্জে আইসিডিডিআরবি’র আয়োজনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সিভিল সার্জন কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় ৬মাস থেকে ৩৬ মাস বয়সী অপুষ্ট শিশুদের Psychosocial Stimulation এর মাধ্যমে শিশুদের বৃদ্ধির বিকাশ ও শিশুদের বৃদ্ধির বিকাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং শিশুদের বুদ্ধির বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক জুলিয়া সুলতানা। কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন মোহাম্মদ নুরুল হক। এসময় কর্মশালায় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আমিনুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারি জেলা প্রশাসক (শিক্ষা) ,সহকারি জেলা প্রশাসক (সাধারণ) ও সহকারি সিভিল সার্জন,পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক,জেলা সমাজসেবা কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ।

কর্মশালায় আইসিডিডিআরবি’র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন,অ্যাসোসিয়েট সাইনটিস্ট ড শেখ জামাল হোসেন,সিনিয়র রিসার্চ ইনভেস্টিগেটর ডা: সাইফুল আলম ভুইয়া ও অ্যাসিস্টেন্ট সাইনটিস্ট সৈয়দা ফারদিন মেহরিন ও সিনিয়র রিসার্চ অফিসার মাসুমা কায়সার। কর্মশালা সম্পাদনা করেন জেলা সমন্বয়কারী মো: মিজানুর রহমান,মো: হাবিবুর রহমান ও সহকারি জেলা সমন্বয়কারী মেহেদী হাসান। সঞ্চালনায় ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: কলিমুল্লাহ শিকদার।